AG Food

Follow Us :

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো bayna.store

৩১ জানুয়ারী ২০২১, এজি ফুডের ই- কমার্স প্লাটফর্ম bayna.store এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব শহিদুল আহসান। আরও উপস্থিত ছিলেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সিইও কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, সিএফও মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার কৃষিবিদ জাবেদ হাসান ভূঁইয়াসহ গ্রুপের অন্যান্য পরিচালকবৃন্দ ও কোম্পানীর উর্ধতন কর্মকর্তাগণ।

বিশেষ অতিথি হিসেবে উনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিবিসি নিউজের চেয়ারম্যান জনাব ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের সিইও জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

এজি এগ্রো ফুডস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর জনাবা রাহনুমা আহসানের উদ্ভোধনী বক্তব্য ও লোগো উম্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

তিনি আরো বলেন, এজি ফুডস তার গুনগত মানে যেমন নিশ্চয়তা প্রদান করে ঠিক তেমনি বর্তমান প্রেক্ষাপটে গ্রাহক সেবাও নিশ্চিত করবে। ভবিষ্যতে আহসান গ্রুপের অন্যান্য পণ্য সামগ্রীও bayna.store এর মাধ্যমে সারাদেশ ব্যপী বিপননের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবশেষে সমাপনী বক্তব্য প্রদান ও bayna.store এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন আহসান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব শহিদুল আহসান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *