AG Food

Follow Us :

মিরপুর সিটি সেন্টারে উদ্বোধন হলো এজি এগ্রো ফুড লিঃ এর সেন্ট্রাল সাব স্টোর ।

শনিবার মিরপুর সিটি সেন্টারে উদ্বোধন হলো এজি এগ্রো ফুড লিঃ এর সেন্ট্রাল সাব স্টোর ।উদ্বোধন করেছেন এজি এগ্রো ফুড লিঃ এবং আহসান গ্রুপের চেয়ারম্যান জনাব শহিদুল আহসান, এজি এগ্রো ফুড লিঃ এর প্রধান নির্বাহী. কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, ডিবি সিসিইও মঞ্জুরুল ইসলাম, ডিবিসি নিউজ বার্তা প্রধান প্রনব সাহা,এজি এগ্রো ফুড লিঃ সিএফ ও মোঃ মাহবুবুর রহমান এবং প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এই অত্যাধুনিক সাব স্টোর ভোক্তাদের চাহিদা মোতাবেক মান সম্পন্ন ফ্রোজেন ও চিলড্পণ্য দ্রুত পৌছে দেবার লক্ষে পরিচালিত হবে যা ভোক্তার সন্তুষ্ঠি বৃদ্ধি করবে বলে আমরা আসা করি। উল্লেখ্য যে এই সাব স্টোরের ধারন ক্ষমতা ৬ টন।কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, ডিবি সিসিইও মঞ্জুরুল ইসলাম, ডিবিসি নিউজ বার্তা প্রধান প্রনব সাহা,এজি এগ্রো ফুড লিঃ এর সিএফ ও মোঃ মাহবুবুর রহমান এবং প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *