বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান আহ্সান গ্রুপের সকল কর্মকর্তাবৃন্দ রোহিঙ্গা মুসলমানদের সহায়তায় একদিনের বেতন এর সমমূলের অর্থ সহায়তা দিয়েছেন। আহসান গ্রুপ এর সাথে আরো ১৫ টন চাউল, ৫ টন আটা, ২ টন চিড়া, ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি লবণ, ২৫০ কেজি দুধ , ১০,০০০ (দশ হাজার) বোতল মিনারেল ওয়াটার সহায়তা দিয়েছে। আহসান গ্রুপের কর্মকর্তাবৃন্দ ১৮ ই সেপ্টেম্বর ২০১৭ উল্লেখিত দ্রব্যাদি আহসান গ্রুপের চেয়ারম্যান মোঃ শহিদুল আহসান এর নিকট হস্তান্তর করেন।
