৩০ জুলাই ২০১৭ ইং তারিখ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি তে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিল ২টি, যথাক্রমে Safe and Healthy Chicken in Bangladesh (Green Chicken) I Seed Technology & Business.
উক্ত অনুষ্ঠানে Safe and Healthy Chicken in Bangladesh (Green Chicken) এর উপর বক্তব্য রাখেন এজি এগ্রো ফুডস লি:-এর কনসালটেন্ট কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান এবং Ges Seed Technology & Business এর উপর বক্তব্য দেন কৃষিবিদ মো: শাহজাহান আলী।
সেমিনারে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ডীন প্রফেসর ড. আহমেদ ইসমাঈল মোস্তফা, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুবুল হক এবং অংশগ্রহন করেন ফুড ও নিউট্রিশন ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী।